রূপগঞ্জে ছাত্র আন্দোলনে হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩০
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও হত্যা মামলার আসামিদের মাটি কাটা, জুলুম অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারৈল-বিরাবো এলাকার হাজারো নারী ও পুরুষ এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় বক্তব্য দেন তারৈল এলাকার বাসিন্দা ভুক্তভোগী গোলজার হোসেন, সোহেল পাঠান, শ্যামলী আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত হাসান।

বক্তারা বলেন, বিগত ১৬ বছরে কাঞ্চন পৌরসভার সাবেক প্যানেল মেয়র পনির ও তার পিতা আলীমদ্দিন এলাকায় আওয়ামী লীগের ছত্রছাঁয়ায় থেকে আধিপত্য বিস্তার, জোর-জবর দখল করে মাটি বিক্রি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বাণিজ্যসহ পিকনিক ট্রলারে ডাকাতি করে রাজিব নামের এক যাত্রী হত্যাসহ নানাভাবে এক সময়ে দরিদ্র পরিবার কোটিপতি বনে যায়।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রিন ইউনিভার্সিটিতে অস্ত্রসহ হামলা করে ছাত্রদের আহত করে। কিন্তু সেই পনির বাহিনী এলাকায় আবার অত্যাচার শুরু করে দিয়েছে। তাই অবিলম্বে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন বিক্ষুদ্ধরা।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা