বগুড়ায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৩| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৬
অ- অ+

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় হুমাইরা নামে ৭ বছর বয়সি এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু নারহট্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কাহালুর নারহট্ট এলাকার ভ্যানচালক শাহিনুর রহমান (৪৫), একই এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মো. ফারুক (৪০)। আহত হুমাইরা নিহত ফারুকের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে কাহালু ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সবুজ হোসেন বলেন, বগুড়া থেকে যাত্রী নিয়ে ভ্যানচালক শাহিনুর রহমান কাহালুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভ্যানের সামনের চাকা ভেঙে নষ্ট হয়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে বাবা-মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে ফারুক মারা যান। আমরা আসার আগেই স্থানীয়রা ভ্যানচালককে নিজ বাড়িতে নিয়ে গেছে।

বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, কাহালুর নারহট্ট এলাকায় দুর্ঘটনায় নিহত ফারুক নামে একজনের মরদেহ মেডিকেলের মর্গে রয়েছে। নিহতের মেয়ে হুমাইরা চিকিৎসাধীন আছে।

(ঢাকা টাইমস/২৮ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা