ঢাকার বিপক্ষে ১৯১ রানের বড় সংগ্রহ রংপুরের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:১৯| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:২৯
অ- অ+

চলতি বিপেএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে রংপুর ও ঢাকা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইফতেখার ও সাইফের দারুণ ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে রংপুর। ইফতেখার ৪৯ এবং সাইফ হাসান ৪০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ২৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন খুশদিল শাহ।

রংপরের হয়ে আজ ওপেনিংয়ে নামেন স্টিভেন টেলর ও অ্যালেক্স হেলস। প্রথম ওভারেই তারা তুলে নেন ১৪ রান। তবে এর পরের ওভারেই ঘটে ছন্দপতন। মোস্তাফিজের বলে এরবিডব্লিউয়ের শিকার হয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান স্টিভেন টেলর। তার বিদায়ে ২০ রানেই প্রথম উইকেট হারায় রংপুর।

স্টিভেন টেলরের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরে যান অ্যালেক্স হেলস। তাকে ফেরান আলাউদ্দিন বাবু। আলাউদ্দিন বাবুর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান অ্যালেক্স হেলস।

২০ রানে ২ উইকেট হারানোর জুটি গড়েন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে থাকে রংপুর। অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিকে থামান আলাউদ্দিন বাবু। আলাউদ্দিন বাবুর বলে ফারমানউল্লাহ শাফির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসান। তার বিদায়ে ভাঙে ৮৯ রানের জুটি।

সাইফের বিদায়ের পর খুশদিল শাহকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন ইফতিখার আহমেদ। তবে মাত্র ১ রানের জন্য অর্ধশতক মিস করেন তিনি। ৩৮ বলে ৪৯ রান করে আলাউদ্দিন বাবুর তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ১৩২ রানে ৪ উইকেট হারায় রংপুর।

১৩২ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন খুশদিল শাহ ও নুরুল হাসান সোহান। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে রংপুর। অবশেষে এই জুটি ভেঙে ঢাকাকে স্বস্তি এনে দেন মুকিদুল ইসলাম। মুকিদুলের বলে স্টিভেন এসকেনাজির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান সোহান।

নুরুল হাসান সোহান ফিরে গেলেও লড়াই চালিয়ে যান খুশদিল শাহ। ২৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তার অপরাজিত ৪৬ রানে ভর করে ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে রংপুর। ঢাকার হয়ে ৪৩ রানে ৩ উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু। ২ উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম। মোস্তাফিজ পেয়েছেন একটি উইকেট।

(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেঁজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
মির্জাপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী বাজারে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা