নতুন বছর উদযাপনে আতশবাজি ফুটিয়ে মানুষকে কষ্ট দেবেন না: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত হোসেন ঢাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, ‘নতুন বছর উদযাপনে বাসার ছাদে আতশবাজি, রকেটবোমা, পটকা ফুটিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না। হাসপাতালে যারা মূমুর্ষ অবস্থায় আছেন তারা কষ্ট পান।’
এ ধরণের কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়েছে ডিএমপি কমিশনার বলেন, ‘চকলেট বোম, আতশবাজি, রকেটবোমা, পটকা বন্ধে আমরা অভিযান চালাচ্ছি। এরইমধ্যে ১৭২ কেজি বোম সরঞ্জামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
আগামীবছর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নববর্ষ উদযাপন হবে বলে জানিয়েছেন তিনি।
নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দ দূষণ বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে৷ আমরা সকলের সহযোগিতা চাই।’
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো থ্রেট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো থ্রেট নেই।’
পুলিশের মনোবল ফিরে এসেছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা কাটিয়ে উঠেছি। এখন কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম, ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার খোন্দকার নজমুল হাসান ও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এসএস/এজে)

মন্তব্য করুন