খুলনার কাছে হেরে আসর শুরু চট্টগ্রামের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২| আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৬
অ- অ+

এক দশক পর বাংলাদেশ প্রিমিয়িার লিগ বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। তবে চলতি আসরে শুরুটা ভালো হলো না তাদের। নিজেদের প্রথম ম্যাচে খুলনার কাছে ৩৭ রানে হেরে আসর শুরু করলো বন্দরনগরীর দলটি। শামিম হোসেন পাটোয়ারীর ঝোড়ো ব্যাটিংয়ে একটা সময় আশা জাগলেও শেষ পর্যন্ত হারের ব্যবধান কমেছে কেবল।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলায় টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে খুলনা টাইগার্স। অস্ট্রেলিয়ান ওপেনার উইল বসিস্তো এবং উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে বড় স্কোর গড়েছ খুলনা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৫ রানেই ৮ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। এরপর দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারী। খুলনার বিপক্ষে আজ তিনি ২৩ বলে তুলে নেন অর্ধশতক। তার ৭৮ রানে ভর করে ১৬৬ রানে থামে চট্টগ্রাম। আর খুলনা তুলে নিয়েছে ৩৭ রানের জয়।

চট্টগ্রামের হয়ে আজ ওপেনিংয়ে নামেন নাইম ইসলাম ও পারভেজ হোসেন ইমন। তবে ইনিংসের প্রথম ওভারেই ভেঙে যায় এই জুটি। ৯ বলে ১২ রান করে ওশানে থমাসের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান নাইম ইসলাম। তার বিদায়ে ১৮ রানেই প্রথম উইকেট হারায় চট্টগ্রাম।

নাইম ইসলামের বিদায়ের পর উসমান খান সঙ্গে জুটি বাঁধেন পারভেজ হোসেন ইমন। তবে এই জুটিও বেশিদূর এগোতে পারেনি। দলীয় ৩১ রানে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফিরে গেলে মাত্র ১৩ রানেই ভেঙে যায় এই জুটি।

পারভেজ হোসেন ইমনের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে চট্টগ্রামের ব্যাটিং লাইন-আপ। খোলোয়াড়রা যোগ দেন আসা যাওয়ার মিছিলে। মোহাম্মদ মিঠুন, উসমান খান, আবু হায়দার রনি, টম ও'কনেল, মোহাম্মদ ওয়াসিম ও শরিফুল ইসলাম যোগ দেন মিছিলে। তাদের দ্রুত বিদায়ে ৮৫ রানেই ৮ উইকেট হারিয়ে বসে বন্দরনগরীর দলটি।

৮৫ রানে ৮ উইকেট হারানোর পর আলিস আল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যান শামীম হোসেন পাটোয়ারী। খুলনার বিপক্ষে আজ তিনি ২৩ বলে তুলে নেন অর্ধশতক। তবে দলীয় ১৫২ রানে ৭৮ রান করে তিনি সাজঘরে ফিরে গেলে ১৬৬ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

(ঢাকাটাইমস/3১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা