ব্যাটিং ব্যর্থতায় রংপুরের কাছে হারলো সিলেট

চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুরকে মাত্র ১৫৫ রানেই আটকে দেয় সিলেট। তবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সিলেটের ব্যাটিং লাইন-আপ। যার ফলে মাত্র মাত্র ১২১ রানেই অলআউট হয়েছে সিলেট। অন্যদিকে ৩৭ রানে সিলেটকে হারিয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই জয় তুলে নিলো রংপুর।
সিলেটের হয়ে আজ ওপেনিংয়ে নামেন জর্জ মুন্সি ও রনি তালুকদার। তবে মাত্র ৪ রানেই ভেঙে যায় এই জুটি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই জর্জ মুন্সি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলে ভেঙে যায় এই জুটি।
জর্জ মুন্সির বিদায়ের পর জাকির হাসানের সঙ্গে জুটি গড়েন রনি তালুকদার। এই দুই দেশি ব্যাটরের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিলেট। তবে বেশিদূর আগানোর আগেই এই জুটিকে থামান নাহিদ রানা। নাহিদ রানার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান জাকির হাসান।
জাকির হাসানের পথ ধরে সাজঘরে ফিরে যান পল স্টার্লিং। ৫ বলে মাত্র ৬ রান করে নাহিদ রানার শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।
৪৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন জাকের আলী অনিক ও রনি তালুকদার। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে সিলেট। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান খুশদীল শাহ। খুশদীল শাহ এর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৩৬ বলে ৪১ রান করা রনি তালুকদার। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের জুটি।
এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভাঙতে থাকে সিলেটের ব্যাটিং লাইন-আপ। শুরুটা হয় আরিফুল হককে দিয়ে। ১ বলে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান তিনি।
আরিফুলের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান ও সামিউল্লাহ শেনওয়ারি। তাদের দ্রুত বিদায়ে ১১১ রানেই থামে সিলেটের ইনিংস। যার ফলে ৩৭ রানে সিলেটকে হারিয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই জয় তুলে নিলো রংপুর।
এদিকে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৯ রানেই ৪ উইকেট হারায় রংপুর। পঞ্চম উইকেটে জুটি গড়েন নুরুল হাসান সোহান ও ইফতিখার আহমেদ। তাদের ৬৫ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে রংপুর।
(ঢাকাটাইমস/৩১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন