তাসকিনের ইতিহাসগড়া বোলিং, ঢাকার চ্যালেঞ্জিং সংগ্রহ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৩০
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ। কনকনে হিমেল বাতাস আর কুয়াশায় ঢাকা দিনেই মিরপুরে টি-টোয়েন্টি উৎসব। নতুন বছরের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটলাস ও দুর্বার রাজশাহী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে। বল হাতে জ্বলে উঠেছেন তাসকিন আহমেদ।

হোম অব ক্রিকেটে এদিন ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই ফ্লাডলাইট জ্বলে ওঠে। ভর দুপুরেও কুয়াশার কারণে আলোকস্বল্পতায় ফ্লাডলাইটের নিচে ব্যাট করতে হয়েছে ঢাকাকে। আগের দুদিন রান উৎসব হলেও এদিন কন্ডিশনের কারণে উইকেট ব্যাটারদের জন্য কিছুটা কঠিন হয়ে উঠেছে। আর ফাস্ট বোলারদের আদর্শ কন্ডিশনে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। একাই ৭ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার।

এদিন রানের খাতা খোলার আগেই বিদায় নেন লিটন দাস। ৫ বল খেলে তাসকিনের প্রথম শিকারে পরিণত হন তিনি। আরেক ওপেনার তানজিদ তামিমও ১০ বলে ৯ রান করে তাসকিনের বলেই বিদায় নেন। মাত্র ১৪ রানে ২ উইকেট হারায় ঢাকা।

তবে তৃতীয় উইকেট জুটিতে ইংলিশ রিক্রুট স্টিফেন এসকেনাজি এবং শাহদাত হোসেন দীপুর ব্যাটে গুরে দাঁড়ায় ঢাকা। ১১ ওভারের আগেই ৯৩ রান স্কোরকার্ডে যোগ করে ঢাকা। ৯৩ রানের মাথায় এই জুটি ভাঙেন হাসান মুরাদ। ২৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৪৬ রান করেন এসকেনাজি।

ক্রিজে এসে ঝড় তুলেছিলেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ৯ বলে ১ চার ও ২ ছয়ে ২১ রান করে মোহর শেখের শিকারে পরিণত হন তিনি।

এরই মধ্যে অর্ধশতক পূর্ন করেন দীপু। ৪১ বলে ৭ চারে ৫০ রান করেই তাসকিনের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। এই স্পেলে ফেরা তাসকিন ভয়ঙ্কর হয়ে ওঠেন। একাই ঢাকাকে গুড়িয়ে দেন।

চতুরঙ্গ ডি সিলভা ১ রানে, আলাউদ্দি বাবু ৯ বলে ১৩ , মুকিদুল ইসলাম ০, শুভাম রাঞ্জানে ১৩ বলে ২৪ রান করে তাসকিনের শিকারের খাতায় নাম লেখান। নাজমুল ইসলাম ১ রানে অপরাজিত থাকেন।

তাসকিন আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন। এটাই বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগার। এছাড়া মোহর শেখ ও হাসান মুরাদ ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা