ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন ছিলেন না রিজভী ও সোহেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ২২:৪৭| আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২৩:৫৩
অ- অ+

বুধবার অনুষ্ঠিত হয়ে গেলো ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতা উপস্থিত হন ওই অনুষ্ঠানে। ছিলেন ছাত্রদলের বর্তমান এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পদকরাও।

কিন্তু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী ও হাবিবুন্নবী খান সোহেল। এই দুই নেতার অনুপস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

বরাবরই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান ও সাবেক শীর্ষ নেতাদের প্রায় সবাই অংশ নেন। এবারেও উপস্থিত হন বহু নেতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, নাজিম উদ্দিন আলম, আহসান রাজিব, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

তবে বর্তমানে দেশে রয়েছেন কিন্তু অনুষ্ঠানে ছিলেন না- এরকম দুজন হলেন- ছাত্রদলের সাবেক দুই বর্ষীয়ান নেতা রুহুল কবীর রিজভী ও হাবিবুন্নবী খান সোহেল।

কিন্তু কেন তারা অনুষ্ঠানে ছিলেন না তা নিয়ে বিএনপির ভেতরেও অনেকে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি জামায়াতের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন রিজভী। বিশেষ করে একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে সরব হয়েছেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেট চলে যান রুহুল কবির রিজভী। আর হাবিবুন্নবী খান সোহেল যান কুমিল্লায়।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ এই দুই নেতা কেন ঢাকার বাইরে গেলেন তা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এমনকি দলের ভেতরেও এ নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

প্রতিবছরই ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয় মাত্র একবার। দিনটি সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের মিলনমেলায় পরিণত হয়।

কিন্তু গুরুত্বপূর্ণ এই দিনে রিজভী ও সোহেলের মতো ছাত্রদলের সাবেক ডাকসাইটে সভাপতি কেন অনুপস্থিত থাকলেন, তা নিয়ে অবশ্য সুষ্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/আরবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে কারফিউ জারি
কড়া পাহারায় নিরাপদে গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা