মাদক ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:৪৯| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:০২
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়াকে কুপিয়েছে মাদক কারবারি ও তার লোকজন।

শনিবার রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত হানিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে যুবদল নেতা হানিফের ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনায় জড়িত মাদক কারবারি শাহীনসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার বিক্ষোভ করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী। সেখানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার বিকালে পাড়াগাঁও এলাকার ফার্নিচার ব্যবসায়ী রাসেল মিয়ার কাছে মাদক ব্যবসায়ী শাহীন চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। রাসেল মিয়া এ ঘটনা যুবদল নেতা হানিফকে জানালে তিনি শাহীনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে।

একপর্যায়ে শাহীনসহ তার লোকজন পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হানিফকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

যুবদল নেতা হানিফকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি শাহীনসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুড়াপাড়া-ভুলতা সড়কের পাড়াগাঁও এলাকায় বিক্ষোভ করেন স্থানীয় যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন পাড়াগাঁও এলাকার রাসেল মিয়া, সিরাজুল ইসলাম শেরু, ফালান মিয়া, ফায়জ আহম্মেদ, সাদি, রেহেনা প্রমুখ।

এ সয়ম উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া নাসিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয়, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল ভূঁইয়া, ভূলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহম্মেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফ, সহসভাপতি মোমেন মিয়া, ভূলতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া, ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল রহিম ভূইয়া রাসেল প্রমুখ।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা