ট্যাঙ্ক, যুদ্ধবিমান, হেলিকপ্টার নিয়ে রাজবাড়ীতে সেনাবাহিনীর আক্রমণ অনুশীলন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪২| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৬:২২
অ- অ+

ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান, হেলিকপ্টারসহ অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে বাস্তবসম্মত যুদ্ধপরিবেশ সৃষ্টি ও আক্রমণ অনুশীলন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা। ‘ম্যানুভার অনুশীলন ২০২৪-২৫’ শিরোনামের এই অনুশীলন মহড়াস্থল থেকে প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৫ জানুয়ারি) ৫৫ পদাতিক ডিভিশন রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় এই অনুশীলনের আয়োজন করে। একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা।

এর আগে প্রধান উপদেষ্টা অনুশীলনস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

প্রায় ১ ঘণ্টার অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস ও সার্ভিসেস অংশ নেয় অনুশীলনে।

এ ছাড়া, বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার অংশ নেয় এই মহড়ায়।

প্রধান উপদেষ্টা অনুশীলন প্রত্যক্ষ করার পর সমাপনী বক্তব্য দেন। বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে অভিহিত করে তিনি বলেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে 'প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ' মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে। তাই আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্য সামনে রেখেই এগিয়ে চলবে।

অনুশীলনে অংশ নেওয়া সেনাসদস্যদের দক্ষতা ও উঁচুমানের প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
১২ দিন পর খুলেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, স্মরণসভায় আবেগঘন মুহূর্ত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল
ঢাকাসহ ৮ বিভাগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা