বিএনপির কেউ চাঁদাবাজি করলে জানান, ব্যবস্থা নেব: আহমেদ আযম খান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:২০| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৫
অ- অ+

আপনাদের বলতে চাই, আগেও বলেছি, নজর রাখুন। বিএনপি বা এর অঙ্গ সংগঠনের যদি কেউ দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা ইউএনও অফিস বা থানায় তদবিরে যায় তাহলে আমাকে জানান। তার বিরুদ্ধে আমি শুধু ব্যবস্থাই নেবো না, তাকে কেবল বহিষ্কারই করব না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। রবিবার দুপুর ১২টায় সখীপুর ডাকবাংলো চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মেধাবীদের দেখে ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত করুন। আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার কখনো মেধার মূল্যায়ন করেনি। একমাত্র বিএনপিই মেধাবীর মূল্যায়ন করবে। কুচক্রী মহলেরা যতই অপর প্রচার করুক নির্বাচন দ্রুত সময়ের মধ্যেই দিবে এই সরকার।

তিনি আরও বলেন, আগামী দিনের রাজনীতি মেধার ভিত্তিতে রাজনীতি। সন্ত্রাসী রাজনীতি করে কোনো রাজনীতি আগামী দিনে চলবে না। কোনো রকমের প্রতারণা, দখলবাজি-টেন্ডারবাজি এগুলো করে আগামী দিনের রাজনীতি চলবে না।

অনুষ্ঠানে সখীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিম ইসলাম রাসেল প্রমুখ।

(ঢাকা টাইমস/০৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা