আরও এক বছরের জন্য মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮
অ- অ+

চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এক বছর মেট্রোরেলের টিকিটের মূল্য বাড়ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়ানোর বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের আধুনিক ও জনপ্রিয় গণপরিবহন হিসেবে যানজট নিরসন এবং কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সেবা আরও জনপ্রিয় করতে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।

তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬-এর উপ-ধারা (৩)-এর আওতায় এ ভ্যাট অব্যাহতি দিচ্ছে এনবিআর।

২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সুবিধা দিয়ে আসছিল এনবিআর। এই ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ২০২৪ এর ৩০ জুন পর্যন্ত।

এর প্রেক্ষিতে গত বছরের ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, চব্বিশের জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বেশ কিছু সীমাবদ্ধতা উল্লেখ করে এনবিআরের কাছে চিঠির মাধ্যমে অনুরোধ জানায় ডিএমটিসিএল। এছাড়া, বিভিন্ন সামাজিক সংগঠনও একই অনুরোধ করেছিল। এবার ভ্যাট ছাড়ের মেয়াদ আরও বৃদ্ধির ঘোষণা এলো।

ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা