তামিমের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীর বিপক্ষে সহজ জয় বরিশালের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:০২| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:০৫
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ম্যাচটিতে ১৯৭ রানের পুঁজি পেলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ব্যাটিং তাণ্ডবের কাছে হারতে হয়েছিল রাজশাহীকে।

সিলেট পর্বের প্রথম দিনেই আবারও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ঢাকা পর্বের হারের প্রতিশোধ সিলেট পর্বে নেওযার সুযোগ ছিল রাজশাহীর সামনে। তবে সুযোগ কাজে রাগাতে ব্যর্থ হলো রাজশাহী। বরিশালের কাছে এবারও তারা হারলো বড় ব্যবধানে।

আজ সোমবার (০৬ জানুয়ারি) সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন বিজয়। জবাবে খেলতে নেমে আবারও আধিপত্য বিস্তার করল ফরচুনরা। বিশেষ করে তামিম এদিন ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন। অধিনায়কের দুর্দান্ত ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ১৭ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেছেন তামিম।

বরিশালের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও প্রীতম কুমার। নাজমুল হোসেন শান্তর বদলে আজ একাদশে সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন প্রীতম কুমার। ৯ বলে মাত্র ৩ রান করে মোহর শেখের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ১২ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল।

প্রীতম কুমারের বিদায়ের পর কাইল মেয়ার্সকে নিয়ে জুটি গড়েন তামিম ইকবাল। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বরিশাল। তবে থীতু হয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন কাইল মেয়ার্স। ১১ বলে ২৪ রান করে মোহর শেখের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। তার বিদায়ে ভাঙে ৪০ রানের জুটি।

কাইল মেয়ার্সের বিদায়ের পর সাজঘরে ফিরে যান তাওহীদ হৃদয়ও। ১৪ বলে মাত্র ১৩ রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৯৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তামিমের দল।

৯৩ রানে ৩ উইকেট হারানোর পর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তামিম ইকবাল। রাজশাহীর বিপক্ষে ২৮ রানে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মুশফিক।

চতুর্থ উইকেটে এই জুটির অপরাজিত ৭৬ রানে ভর করে ১৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মুশফিক ৪৮ বলে ৮৬ ও মুশফিক ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/০৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা