বরিশালের বোলিং তোপে ১২৫ রানেই অলআউট সিলেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:২০
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের সিলেট পর্ব শুরু হয়েছে। সিলেটের উইকেটে বরাবরই ব্যাটারদের জন্য বিশেষ সুবিধা থাকে। সিলেট পর্বের প্রথম দিনে রানের বন্যা বাইলেও দ্বিতীয় দিনে এসে লো স্কোরিং ম্যাচ দেখলো ক্রিকেটপ্রেমীরা। দিনের প্রথম ম্যাচে ঢাকা ১১১ রানে অলআউট হওয়ার পর দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে সিলেট থামল মাত্র ১২৫ রানে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। একশ’র আগেই ৮ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। শেষ দিকে আরিফুলের ক্যামিওতে ১২৫ রানের সংগ্রহ পায় সিলেট।

বরিশালের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রনি তালুকদার ও রাকিম কর্নওয়েল। তবে ইনিংসের প্রথম ওভারেই ভেঙে যায় এই জুটি। আগের ম্যাচে অর্ধশতক তুলে নেওয়া রনি তালুকদার আজ শূন্য রানেই ফিরে যান সাজঘরে। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিক সিলেট।

শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর জাকির হাসানকে জুটি গড়েন রাকিম কর্নওয়েল। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান শাহীন শাহ আফ্রিদি। শাহীন শাহ আফ্রিদির বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১২ বলে ১৮ রান করা রাকিম কর্নওয়েল। তার বিদায়ে ২৭ রানেই ২ উইকেট হারায় সিলেট।

২৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলের হাল ধরেন জাকির হাসান ও জর্জ মুন্সি। এই জুটিতে ভর করে ঘুরে দাড়ানোর চেষ্টা করে সিলেট। অবশেষে এই জুটি ভেঙে সিলেটকে স্বস্তি এনে দেন খান জাহানদাদ। খান জাহানদাদের শিকার হয়ে সাজঘরে ফিরে যান জর্জ মুন্সি। আউট হওয়ার আগে করেন ১৩ বলে ২৮ রান। তার বিদায়ে ভাঙে ৪৯ রানের জুটি।

জর্জ মুন্সির বিদায়ের পর বরিশালের বোলারদের বোলিং তোপে অসহায় আত্মসমর্পণ করতে থাকেন সিলেটের ব্যাটাররা। জর্জ মুন্সির পথ ধরে সাজঘরে ফিরে যান অ্যারন জোন্স, জাকির হাসান, তানজিম হাসান সাকিব ও রুয়েল মিয়া। অ্যারন জোন্স ২ বলে শূন্য, জাকির হাসান ২৬ বলে ২৫, তানজিম হাসান সাকিব ৫ বলে ১ রান ও রুয়েল মিয়া ১০ বলে ১ রান করে ফিরে যান সাজঘরে। তাদের দ্রুত বিদায়ে ৮৯ রানেই ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক সিলেট।

৮৯ রানে ৮ উইকেট হারানোর পর রিস টপলিকে সঙ্গে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন আরিফুল হক। তবে ২৯ বলে ৩৬ রান করে ফাহিম আশরাফের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।

সিলেটের হয়ে রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মেয়ার্স নেন একটি করে উইকেট।

(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা