কাতারে যাত্রাবিরতি শেষে লন্ডনের পথে খালেদা জিয়া

কাতারে যাত্রাবিরতি শেষে লন্ডনের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার সফরসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাত্রার পথে বুধবার স্থানীয় সময় সকালে কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় অবস্থান করেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাক্ষাৎ করেন। তিনি খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন।
এর আগে মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন তিনি।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেবি/এফএ)

মন্তব্য করুন