লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৫৮ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’।
এর আগে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টারমাক থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয়। মাঝপথে কাতারের দোহায় বিরতি নেয় এই ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’।
হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাতে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে বিএনপির তরফে বলা হয়েছে। হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়া লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হবেন।
দীর্ঘ প্রতীক্ষার পর সব কিছুর অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে সাত বছর পর মা খালেদা জিয়ার সঙ্গে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হতে যাচ্ছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে।
সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিয়েছিলেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। ওই সময় লন্ডনে তিনি তারেক রহমানের বাসায় ছিলেন। সেবার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/জেবি/ডিএম)

মন্তব্য করুন