উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম, চলছে সাঁড়াশি অভিযান

হত্যা মামলায় গ্রেপ্তারের পর থানা থেকে পালিয়ে গেছেন রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম। বৃহস্পতিবার দুপুরে তিনি থানার হাজতখানা থেকে পালিয়ে যান। ঘটনার পর তাকে গ্রেপ্তারে পুলিশের তোরজোড় শুরু হয়েছে।
জানা গেছে, পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে বুধবার রাতে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। এরপর তিনি নিজের সাবেক কর্মস্থলের থানা হাজতে ছিলেন। হঠাৎ দুপুরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে তিনি পালিয়ে যান।
উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। এরইমধ্যে পুলিশের এই কর্মকর্তার পালিয়ে যাওয়ার ঘটনা ঘটলো। তবে ঘটনা নিয়ে পুলিশের উত্তরা বিভাগের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর কুষ্টিয়া ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় শাহ আলমকে। গতরাতে তাকে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানার একটি দল। ২ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনে একটি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে মামলার আসামি করা হয়। শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের অভিযানে গিয়েছিলেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. জব্বার, কনস্টেবল বিল্লাল ও সোহেল।
ডিএমপির উত্তরা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে ঢাকা টাইমসকে বলেন, 'সাবেক ওসির পলায়নের ঘটনায় সবাই চাপে আছি। তাকে খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চলছে।'
এবিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবউল্লাহকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
ঢাকাটাইমস/০৯জানুয়ারি/টিএ/এসএস/ইএস

মন্তব্য করুন