নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:০৩| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:১২
অ- অ+

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার সকালে সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা নিয়েও কথা বলেন সিইসি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, ‘সময় এলেই দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। সেক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা সময় এলেই দেখা যাবে। তার জন্য কাজ করছে নির্বাচন কমিশন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।’

তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিইসি। তিনি বলেন, ‘অনেকে এক দিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়।’

আগামী নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলেও জানান এ এম এম নাসির উদ্দীন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা