অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় এটা তাদের বুঝতে হবে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯
অ- অ+

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের, যেহেতু তারা ক্ষমতায়। তবে তারা অভিজ্ঞ নয়, এটা তাদের বুঝতে হবে।’

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘একটা বিরাট পরিবর্তন এসেছে। দেশটা বদলাতে শুরু করেছে। আমরা সবাই মিলে দেশটাকে বদলাতে চাই। রাজনীতিতে ভুল হলে অনেক সম্ভাবনার মৃত্যু হয়। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘সরকার আবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের ওপর ট্যাক্স আর ভ্যাট বসিয়ে দিয়েছে। তারা টিসিবির পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। সরকার চলছে থিউরিতে। তারা অর্থনীতির বড় বড় থিউরি বোঝে। আমরা সংস্কার চাই এবং সঙ্গে সঙ্গে নির্বাচন চাই।’

এবি পার্টি প্রসঙ্গে মান্না বলেন, ‘বীজ যখন অঙ্কুরিত হয়, দেখে ভালো লাগে। সেই অঙ্কুর যখন প্রস্ফুটিত হয়, তখন আরও ভালো লাগে। এবি পার্টি ঠিক তেমনি তাদের বিস্তার লাভ করছে। আগামীতে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে দলটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় আক্রান্ত, বাড়ছে আত্মহত্যার ঘটনা
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা