বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৪৭
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারারুদ্ধ নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি।

শনিবার বেলা ১১টার দিকে টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

জানা যায়, ২০০৪ সালে স্থানীয় সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হুকুমের আসামি হয়ে কারাগারে যান বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকার। পরবর্তী সময় নুরুল ইসলাম সরকারের মৃত্যুদণ্ড হলে তিনি কারাগারে কনডেম সেলে বন্দি হন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন।

৫ আগস্টে পটপরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের ছেলে শাহনূর ইসলাম রনি সরকার তার বাবার মুক্তির জন্য আন্দোলন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ স্থানীয় বিএনপি মহাসড়ক অবরোধ করে। এক ঘণ্টার উপরে মহাসড়ক বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানের সভাপতি সরকার শাহনূর ইসলাম রনি বলেন, গত ২০ বছর যাবৎ কারারুদ্ধ বাবার মুক্তির দাবি করে আসছি। আজকেও আমার বাবার নিঃশর্ত মুক্তি দাবি করছি। এসময় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম সরকারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, বর্তমান আহ্বায়ক সাজিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন প্রমুখ।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা