খালেদা জিয়া-তারেক রহমান ‘ধানের শীষ’ যাকে দেবেন তাকেই বিজয়ী করাব: দুদু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৯| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:১৮
অ- অ+

‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’ ধানের শীষ যার হাতে দিবে তাকেই আমরা বিজয় লাভ করাব বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ওলামা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ চাই। ঐক্যবদ্ধের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। ওলামা দলের আলেমরা আরো বেশি অ্যাকটিভ হয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে হবে।

এ সময় তিনি সকল নেতাকর্মীকে ওয়াদাবদ্ধ করান যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ধানের শীষ প্রতীক যার হাতে দিবেন তাকে বিজয় লাভ করাবেন।

শনিবার রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আজকের যে সুসংঘটিত কর্মিসভা হলো, এই কর্মিসভা দেখেই বোঝা যায় আগামী নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপি। বিএনপির মার্কা ধানের শীষ। এই দলকে কেউ ঠেকাতে পারবে না।

তিনি বলেন, গত ১৫ বছর শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম-অত্যাচার করেছে। শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে রেখেছে। এর জবাব আমাদেরকে দিতে হবে। জবাব কিভাবে দিবেন? জবাব দিবেন মানুষের সাথে মিশে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার মধ্য দিয়ে জবাব দিবেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের অনেক চাওয়া আছে, পাওয়া আছে। সবার উপরে একটা চাওয়া আছে তা হলো দলকে ক্ষমতা নিতে হবে। অনেকেই বলে একদল চলে গেছে আরেকদল আসবে। আমি তাদেরকে বলতে চাই, বিনা দোষে মিথ্যা মামলায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দেয়নি। শুধু তাই নয়, গত ১৬-১৭ বছর ধরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা-হামলা-জেল, জুলুম চালিয়েছে, আপনারা কি তা চোখে দেখেন না? ৬০ লাখ গায়েবি মামলা দিয়েছে। আপনারা কি তা দেখেন না?

তিনি বলেন, একদল আছে মুখোশধারী, ভুল ব্যাখ্যাকারী। ভুল ব্যাখ্যা করে মানুষকে প্ররোচনায় ফেলতে চায়। যারা কখনো স্বাধীনতার যুদ্ধে সমর্থন করেনি। পাকিস্তানকে সমর্থন জানিয়ে গেছে। তারা আজ আমাদেরকে শিখাচ্ছে কি করতে হবে। তারা দুই তিনটার সিট পেতে পারে। তারা এমন কি করেছে যে মানুষ হুমড়ি খেয়ে তাদেরকে ভোট দিবে? আর আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা করেছেন যুদ্ধ করেছেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা ঐক্যবদ্ধ চাই। ঐক্যবদ্ধের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। ওলামা দলের আলেমরা আরো বেশি অ্যাকটিভ হয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ করতে হবে। বেগম জিয়া ও তারেক রহমান ধানের শীষ যার হাতে দিবে তাকে আমরা তাকেই বিজয় লাভ করাবো। এই ওয়াদাবদ্ধ সবাই করব।

কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, পল্লী বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মো. নেসারুল হক, ওলামা দলের সদস্য সচিব এ্যাড. কাজী মাওলানা আবুল হোসেন, সিনিয়র সদস্য মাওলানা মোঃ ইনামুল হক মাজেদী, সদস্য মাওলানা মোঃ জামাল উদ্দিন ফয়জি প্রমুখ।

ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ফেসবুককে আহ্বান প্রধান উপদেষ্টার
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক 
গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়ে যায়নি: মজনু 
বিদ্যুৎ খাত উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা