‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের শিক্ষা নিতে হবে’

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৫, ১৭:১২
অ- অ+

বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ বলেছেন, সাম্প্রতিক সময়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তা পুলিশসহ সকল সরকারি কর্মকর্তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তাই আমাদের অতীতের ভুলক্রটি ও ব্যর্থতার কারণগুলো নিরূপণ করে জনগণের আস্থা অর্জনে যথাযথভাবে কাজ করে যেতে হবে।

রবিবার সকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে ৫০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচ ২০২৪ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

অ্যাডিশনাল আইজি বলেন, বাংলাদেশ পুলিশের গৌরভ উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের যে আত্মত্যাগ তা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ পুলিশ শুধু আইন প্রয়োগকারি সংস্থা নয়, তারা একটি দেশের শান্তি রক্ষী, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে পুলিশের ভূমিকা রয়েছে। আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন পুলিশ সক্রিয় না থাকা কি অবস্থা ছিল। তাই আপনারা জনগণের প্রত্যাশা পূরণে দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন।

নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খান বিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ২০২৪ ব্যাচের অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও পরে বিভিন্ন বিভাগে প্রথম হওয়া সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা