বেলজিয়াম আ.লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
শনিবার বেলজিয়াম আওয়ামী লীগের শহীদুল হকের সভাপতিত্বে ও জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ বুলু।
এসময় বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফিরোজ বাবুল, বেলজিয়াম আওয়ামী লীগ নেতা দাউদ খান সোহেল, আওয়ামী লীগ নেতা আরিফ।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হুমায়ূন মাকসুদ হিমু, মোশাররফ হোসেন বাবু, আখতারুজ্জামান, জুয়েল জিলানী, মর্তুজা রানা, প্রদীপ সরকার, রাজ্জাক চৌধুরী, আতিক চৌধুরী, সুমন, আকাশ বাবুল, কবির, মাহমুদ আবীর প্রমুখ।
(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন