পদযাত্রা শেষে তিন দাবিতে সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীদের অনশন

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:১০
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সোমবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছানোর পর তারা অনশনের ঘোষণা দেন। এর আগে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করেন তারা। সাধারণ শিক্ষার্থীরা হেঁটে এবং অনশনকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় যাত্রা করেন।

সচিবালয়ের সামনে প্রায় ৫০০-৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণ দেখা গেছে। এসময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, ক্যাম্পাস আমার অধিকার, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কি করে, বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ানসহ নানা স্লোগান দিতে থাকেন।

অনশনরত সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিয়ন হাসান ঢাকা টাইমসকে বলেন, আল্টিমেটাম অনুযায়ী নবায়ন করা চিঠি না আসায় আমরা সচিবালয়ের সামনে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশনসহ সকল আন্দোলন কর্মসূচিতে চালিয়ে যাবো।

অনশনরত শিক্ষার্থীরা বলছেন, অঙ্গীকারের লিখিত চিঠি পেতে তারা এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। তবে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি না আসায় পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী তারা সচিবালয়মুখী হন। দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। লিখিত অঙ্গিকার পেলেই তারা অনশন ভাঙবেন।

এর আগে, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করছেন জবি শিক্ষার্থীরা।

জবি শিক্ষার্থীদের তিনটি দাবি হলো—

সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়াল ভাবে সকলের সামনে তা উপস্থাপন করতে হবে।

শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। এবং যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয় তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা