তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:১৬| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:২৮
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবাসহ মোফাজ্জল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোফাজ্জল হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন গ্রামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে।

বিজিবি জানায়, টেকেরঘাট বিওপি টহল দল ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকায় অভিযান চালিয়ে ১৮২ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল, গ্রামীণ সিমসহ একটি মোবাইল ফোন ও বাংলাদেশি নগদ ৪ হাজার ৮৩০ টাকাসহ মোফাজ্জল হোসেনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটক মোফাজ্জল হোসেনকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিসহ অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা