তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবাসহ মোফাজ্জল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোফাজ্জল হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন গ্রামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটক মোফাজ্জল হোসেনকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিসহ অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন