শ্রীপুরে ড্রামট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুরে টেংরা বরমী আঞ্চলিক সড়কের ড্রামট্রাকের ধাক্কায় একলাশ উদ্দিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বরমী আঞ্চলিক সড়কে পলিপ্যাক ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত একলাশ উদ্দিন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মধ্যবাট্টা গ্রামের ছফির উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর চৌরাস্তায় একটি বেসরকারি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।
আহত খায়রুল ইসলামের বাড়ি গাজীপুর সদর উত্তর খায়েরপুর গ্রামের।
শ্রীপুর থানার এসআই কাইয়ুম জানান, ড্রামট্রাক উদ্ধার এবং চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবদীন মন্ডল বলেন, ড্রামট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত এবং একজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন