কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার কাতারের আল ওয়াকরায় অবস্থিত সংস্থার অর্থ সম্পাদক এরশাদুল আলমের বাণিজ্যিক কার্যালয়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
সদস্য সংগ্রহ উপ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুইঁয়া, সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া।
সদস্য সংগ্রহ উপ পরিষদের সদস্য সচিব ও সংস্থার অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফিজুল হক কনক।
সমন্বয়কারী মোহাম্মদ নোমান ইউসুফের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ হাবিব শিশির, ত্রাণ ও দুর্যোগ পুণর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আন্জুমান আরা রুমা প্রমুখ।
(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন