কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন 

কাতার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:০৮
অ- অ+

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার কাতারের আল ওয়াকরায় অবস্থিত সংস্থার অর্থ সম্পাদক এরশাদুল আলমের বাণিজ্যিক কার্যালয়ে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

সদস্য সংগ্রহ উপ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুইঁয়া, সাধারণ সম্পাদক বিপ্লব ভুইঁয়া।

সদস্য সংগ্রহ উপ পরিষদের সদস্য সচিব ও সংস্থার অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফিজুল হক কনক।

সমন্বয়কারী মোহাম্মদ নোমান ইউসুফের সার্বিক তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজ হাবিব শিশির, ত্রাণ ও দুর্যোগ পুণর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আন্জুমান আরা রুমা প্রমুখ।

(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে ভূমিহীনদের বন্দোবস্তকৃত জমি দখলের প্রতিবাদ ও পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ 
চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানকে সেমিতে দেখছেন রবি শাস্ত্রী
বিএনপির মালিক দেশের ১৮ কোটি মানুষ: দিপু হায়দার
নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ রেমিট্যান্স মেলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা