সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর মনির গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে অর্থের যোগানদাতা ও ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মনির হোসেন হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মনির নিউমার্কেট এলাকার চাঁদনী চক বিজনেস ফোরাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
বৃহস্পতিবার রাতে ওয়ারী থানাধীন লারিমিনি স্ট্রিট এলাকা থেকে নিউ মার্কেট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত মনির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনে শত শত ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মামলাটি করেন ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম।এ মামলায় মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন