মাস্টার বিল্ডারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩১| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪২
অ- অ+

মাস্টার বিল্ডার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান। ‘পরিবেশ বান্ধব, স্বপ্নীল আবাসন’ এ উপলব্ধিকে সামনে রেখে ১৯৯৭ সাল থেকে নির্মাণ ও আবাসন শিল্পে দীর্ঘ পথপরিক্রমায় ২৯ বছরে পদার্পণ করলো মাস্টার বিল্ডার লিমিটেড। রাজধানী ঢাকা শহরে মধ্যবিত্তদের জন্য সাধ্যের মধ্যে নিরাপদ আবাসনের স্বপ্নপূরণ করে তাদের মনে স্থান করে নিয়েছে।

মাস্টার বিল্ডার লিমিটেডের সকল প্রজেক্টে দেশের সেরা স্থপতি ও ডিজাইনার দ্বারা প্ল্যান ও ডিজাইন করা হয়। এছাড়া অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীর এবং তত্ত্বাবধায়ক টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নির্মাণ কাজে মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার, চুক্তিবদ্ধ সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ ও হস্তান্তর এবং গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের মাধ্যমে মাস্টার বিল্ডার লিমিটেড ইতোমধ্যে সকল মহলে ব্যাপক সুনাম অর্জন করেছে। মাস্টার বিল্ডার লিমিটেড ১০০০টির বেশি ফ্ল্যাট হস্তান্তর করেছে।

শনিবার গল্ফ গার্ডেন, আর্মি গল্ফ ক্লাব ঢাকাতে জাঁকজমকভাবে উদযাপিত হলো মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার বিল্ডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর শিব্বির আহমাদ খান (অব.)। অনুষ্ঠানে জমির মালিক, ফ্ল্যাট ক্রেতা, শুভাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফরিদা পারভীন লালন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মাস্টার বিল্ডার লিমিটেডের পরিচালক নাদিরা খান।

(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা