গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:২৬| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩
অ- অ+

গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের সঙ্গে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম সরকার, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং জুলাই বিপ্লবে আহত প্রায় ৩০ জন ছাত্র-জনতা।

সভায় আহতরা তাদের আন্দোলনের অভিজ্ঞতা, শারীরিক ও মানসিক ক্ষত এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা চিকিৎসা সুবিধা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অনেকে বলেন, আন্দোলনে অংশগ্রহণের কারণে তারা শিক্ষাগত ও কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

জেলা প্রশাসক আহতদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আহতদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা যথাসাধ্য ব্যবস্থা নেব। তাদের চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।’

জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিম সরকার বলেন, ‘জুলাই বিপ্লব ছিল একটি ন্যায়সংগত আন্দোলন, যেখানে আহতরা নিজেদের জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন। রাষ্ট্রের উচিত তাদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা।’ তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান।

সভা শেষে আহতরা জেলা প্রশাসকের প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসনের এই ইতিবাচক পদক্ষেপ তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সহায়ক হবে।

(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
সাতক্ষীরায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ উদ্যোক্তার মৃত্যু
এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম শাহরিয়ার
বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা