নিরবের নতুন সিনেমা 'গোলাপ', প্রকাশ পেল ফাস্টলুক পোস্টার

নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক নিরব। সিনেমার নাম 'গোলাপ'। অনিক বিশ্বাসের চিত্রনাট্যে গোলাপ সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সামছুল হুদা।
রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ফাস্টলুক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এদিন সকালে নিজের ফেসবুক পেইজে সিনেমার ফাস্ট লুক পোস্টার শেয়ার করে নির্মাতা সামছুল হুদা লিখেছেন, ‘গোলাপ কোনো চরিত্র নয়, গোলাপ একটি অধ্যায়, গোলাপ আসছে খুব শিগগিরই।’
সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা সামছুল হুদা বলেন, ‘এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি।’
এছাড়া সিনেমার নায়িকা অন্যান্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। এরপর আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এলএম/এসএ)

মন্তব্য করুন