গোলাম ফারুক অভিকে নিয়ে গুঞ্জন

মডেল কন্যা তিন্নি হত্যা মামলায় জাপার সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি খালাস পেলেও শিগগির দেশে আসছেন না তিনি। এ নিয়ে গত কদিন ধরে চলছে নানা গুঞ্জন।
একটি অস্ত্র মামলায় সাজার কারণে আপাতত দেশে ফিরতে পারছেন না বলে একাধিক সূত্র এ প্রতিবেদককে নিশ্চিত করেছে। ওই মামলায় নিম্ন আদালত সাজার আদেশ স্থগিত করেছিল। পরে উচ্চ আদালতে সাজা বহাল রাখে।
বিএনপি আমলে তিন্নি হত্যা মামলার আসামি হয়ে দেশ ছেড়ে পালান অভি। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করা গোলাম ফারুক অভি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। উজিরপুর উপজেলার ধামুড়া এলাকার সন্তান একসময়ের তুখোড় ছাত্রনেতা ১৯৯৬ সালের ১২ জুনের সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে বরিশাল-২ (তৎকালীন উজিরপুর-বাবুগঞ্জ) আসনে ৩৩ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোয়াজ্জেম হোসেন আলাল।
জাতীয় পার্টি বিভক্ত হলে গোলাম ফারুক অভি এরশাদের গ্রুপ ত্যাগ করে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে অবস্থান নেন। ২০০১ সালের নির্বাচনে তিনি জেপির সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি তৃতীয় অবস্থানে ছিলেন।
পরবর্তীতে মডেল কন্যা তিন্নি হত্যা মামলায় আসামি হয়ে দেশত্যাগ করে কানাডায় বসবাস শুরু করেন। ওয়ান ইলেভেনের সময় দেশে ফেরার ঘোষণা দিয়েও আর আসেননি তিনি।
গোলাম ফারুক অভিকে নিয়ে উজিরপুরের রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। চলছে নানা গুঞ্জন। এখন আর আগের মতো তার জনপ্রিয়তা নেই বলে মনে করেন রাজনৈতিক নেতাকর্মীরা।
উজিরপুর পৌর বিএনপির সভাপতি শেহিদুল ইসলাম খান বলেন, ‘একসময় বরিশাল-২ আসনে ভোটার ছিল কম, তখন মানুষ এরশাদের প্রতি দয়া দেখিয়ে অভিকে নির্বাচিত করেছিল। এখন এ আসনে ২ লাখের বেশি ভোটার। মানুষ দলকে পছন্দ করে। আমাদের দলের একক প্রার্থী আছে এ আসনটিতে।’
উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাসদ (আম্বিয়া) গ্রুপের নেতা আবুল কালাম আজাদ বাদল বলেন , অভি দেশে ফিরলে বোঝা যাবে তিনি তার জনপ্রিয়তা কতটা ধরে রাখতে পেরেছেন।’(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন