রূপগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রবিবার বিকালে উপজেলার কাঞ্চন পৌর পার্ক মাঠে পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলম, যুবদল নেতা আব্দুল্যাহ মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি ছিলেন একজন ভালো শাসক। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছে। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
(ঢাকা টাইমস/১৯জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন