শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ২০ 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১৩:১৮| আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:৪০
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নে কারখানায় স্যাম্পল সেকশনে একটি ম‌িনি বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। এসময় আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— কাটিং সেকশনের সুজন (২৪), রইস উদ্দিন (২২) ও ইকবাল হোসেন (৩০)। তাৎক্ষণিকভাবে আহত বাকি শ্রমিকের নাম জানা যায়নি।

কারখানার শ্রমিক আজিজুল হক বলেন, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিস্ফোরণ হয়। এতে কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে উড়ে যায়। এ সময় বয়লার বিস্ফোরণে কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এটি ছিটে শ্রমিকদের শরীরে লাগে। পুড়ে যান। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি শুরু করেন। কমপক্ষে ২০ শ্রমিক আহত হন।

কারখানার সুপারভাইজার হনুফা বলেন, বয়লার বিস্ফোরণে কয়েকজনের হাঁটু, পা কেটে গেছে। কয়েকজন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। কারখানার স্যাম্পল সেকশনের সবাই আহত হয়েছেন। আশপাশের ফ্লোরে থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে অনেকেই আহত হয়েছেন।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিমু চৌধুরী বলেন, ছোট একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। আমি আহতদের নিয়ে ব্যস্ত। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

আলহেরা হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল হোসেন বলেন, আহত সাত শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, শুনতে পেরেছি বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বয়লার বিস্ফোরণে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

(ঢাকা টাইমস/২০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড
জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান মাসউদ
গোপালগঞ্জ হামলা: কুষ্টিয়া–খুলনা মহাসড়ক ব্লকেড
মুরাদনগরের প্রতিটি ইউনিয়নে বিএনপির বিক্ষোভ, অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা