বিপিএলের মাঝপথে বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক বানাল রাজশাহী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:০৪
অ- অ+

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। ঢাকার প্রথম ও সিলেট পর্বের খেলা শেষে এখন চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। চলতি বিপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলতে ব্যর্থ দুর্বার রাজশাহী। প্লে-অফের লড়াইয়ে এরই মধ্যে বেশ পিছিয়ে পড়েছে তারা।

গতকাল এনামুল হক বিজয়ের বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সত্বেও খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে রাজশাহী। এরপরই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে তারা। টুর্নামেন্টের বাকি অংশের জন্য আর অধিনায়ক থাকছেন না এনামুল হক বিজয়।

দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব থেকে এনামুল হক বিজয়কে অব্যাহতি দেয়া হয়েছে। আসরের বাকি অংশের জন্য সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কত্ব দেয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী।

ব্যাটিংয়ে আরও বেশি মনযোগ দেয়ার জন্য বিজয়ের কাঁধ থেকে নেতৃত্বভার সরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।

দুর্বার রাজশাহীর সেই পোস্টে বলা হয়েছে, 'ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে শতক হাঁকান বিজয়। কিন্তু ক্রিজে থেকেও ম্যাচ জেতাতে পারেননি তিনি। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়ে। এই ঘটনার প্রেক্ষিতেই তাকে ব্যাটিংয়ে আরও মনযোগী হতে অধিনায়ক না রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তার জায়গায় এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করা তাসকিনের কাঁধে অধিনায়কত্বের গুরুভার দিচ্ছে রাজশাহী।

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, 'এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।

ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।

এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।' (ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা