বগুড়ায় আলু ঘাঁটি নিয়ে মারামারি, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ২১:১৯
অ- অ+

বগুড়ার শাজাহানপুরে ইসলামী জালসার আলু ঘাঁটি নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারপিটের ঘটনা টেছে। ঘটনায় থানায় দুই পক্ষ অভিযোগ দিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৭ জানুয়ারি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া দাখিল মাদ্রাসা মাঠে। সেদিন আলু ঘাঁটি নিয়ে এক পক্ষ মারধরের শিকার হয়। পরে ২০ জানুয়ারি তারা অপর পক্ষের ওপর হামলা চালায়। মারপিটে আহত আব্দুল মমিন ফুত্তু (২৩) নামে এক মাদ্রাসা ছাত্র বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) আতিকুর রহমান বাবু নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। এর আগে গত সোমবার (২০ জানুয়ারি) আরিফুল ইসলাম নামে অপর এক ব্যক্তি থানায় অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া দাখিল মাদ্রাসা মাঠে ইসলামি জলসা অনুষ্ঠিত হয়। জালসায় এলাকার লোকজনকে খাওয়ানোর জন্য আলু ঘাঁটির ব্যবস্থা করা হয়। রাত তিনটার দিকে জোকা গ্রামের আব্দুল খালেকের তিন ছেলে আরিফুল ইসলাম, তাজুল ইসলাম আব্দুল মমিন ফুত্তু আলু ঘাঁটির পরিমাণে একটি বেশি অংশ নেয়ার জন্য জোরজবরদস্তি করেন।

এ নিয়ে একই এলাকার আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকনসহ স্থানীয় ব্যক্তিরা তাতে বাধা দেন। একপর্যায়ে আব্দুল খালেকের তিন ছেলে আরিফুল, তাজুল আব্দুল মমিন ফুত্তুসহ তাদের লোকজন আতিকুর রহমান বাবু, তরিকুল ইসলাম খোকনসহ বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করেন।

এই ঘটনার জের ধরে সোমবার স্থানীয়রা তাজুল আব্দুল মমিন ফুত্তুর ওপর হামলা করে। এ সময় তাজুল ইসলাম দৌড়ে পালিয়ে গেলেও আব্দুল মমিন ফুত্তু মারধরের শিকার হন। মারপিটে আব্দুল মমিন ফুত্তু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

বিষয়টি নিশ্চিত রে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম লেন, দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা