বিমানে মেলেনি কোনো বোমার আলামত

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।
বুধবার বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা বোশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়ার ঘটনায় বিমানে তল্লাসির বিষয়ে তিনি বলেন, ‘গোটা বিমান তল্লাসি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের ব্যাগেজ ফেরত দেওয়া হবে। তল্লাশি প্রায় শেষ। থ্রেট ও তল্লাশির বিষয়ে গণমাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।’
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বেলা সাড়ে ১০টায় বোম্ব ডিস্পোজাল ইউনিট প্লেনের ভেতর প্রবেশ করে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা তল্লাশি চালায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে তল্লাশি করা হয়েছে। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।’
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এজে)

মন্তব্য করুন