বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে চার বিষয়ে সিদ্ধান্ত

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৪০| আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২৩:২৯
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা নিয়ে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চারটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তমতে, সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। উভয় দেশের মিডিয়াগুলো গুজব বা অপপ্রচার যেন না ছড়ায় সে ব্যাপারেও একমত হয় দুই দেশের সীমান্ত রক্ষী কর্মকর্তারা।

বুধবার (২২ জানুয়ারি) সকালে সোনামসজিদ বিজিবি বিওপির সম্মেলন কক্ষে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, পতাকা বৈঠকে চারটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্য কর্মকর্তারা। আর বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম, ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং প্রমুখ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা