ঘরে বসেই কম্পিউটার সার্ভিসের সুবিধা নিয়ে এলো ‘বায়াস’

ব্যস্ত জীবনযাত্রায় প্রযুক্তি নির্ভরতা প্রতিদিনই বাড়ছে। অফিসের কাজ হোক বা ব্যক্তিগত কাজ, কম্পিউটার যেন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে অনেক সময় প্রয়োজনের মুহূর্তে কম্পিউটারের সমস্যাগুলো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এর সমাধানে এসেছে ‘বায়াস’ (BAYAS) কম্পিউটার সার্ভিসিং সেবা।
বায়াস একটি একটি আধুনিক কম্পিউটার সার্ভিসিং বিজনেস। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি কাস্টমারদের বাসায় গিয়েই সেবা প্রদান করে। এক ফোন কলেই আপনার দরজায় পৌঁছে যাবে ‘বায়াস’ এর এক্সপার্ট টিম। কম্পিউটার ঠিক করার জন্য আর আপনাকে দোকানে ভ্রমণের ঝামেলায় পড়তে হবে না।
নানান ব্যস্ততার কারণে একটি মাত্র ছুটির দিনে ভারী সিপিউ দোকানে নিয়ে যাওয়ার কষ্টও অনেক সময় অসহ্য হয়ে ওঠে। তাছাড়া, দোকানে নিয়ে গেলেও অনেক সময় ঠিক করার পরিবর্তে নতুন সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যায়। এই সমস্যার সমাধান করে দেবে বায়াস টিম।
‘বায়াস’ এর প্রধান ইউনিকনেস হলো, এটি আপনার দরজায় পৌঁছে সেবা প্রদান করে। একটি কলেই ‘বায়াস’ এর দক্ষ টিম পৌঁছে যাবে আপনার ঠিকানায়। কম্পিউটারের সমস্যা সমাধানে ‘বায়াস’ এর টিম অত্যন্ত যত্ন সহকারে কাজ করে।
কম্পিউটার কিংবা কম্পিউটার সম্পর্কিত যেকোনো যন্ত্রাংশ যেমন মনিটর, প্রিন্টার ইত্যাদির রিপেয়ারিংয়ের জন্যও আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন বায়াসের এক্সপার্ট টিমের সঙ্গে।
(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন