জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৫, ২৩:১২| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:৩৯
অ- অ+

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচনা সভা, দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন- পাগলা থানা বিএনপির সদস্য ডা. আব্দুল মান্নান, মো. নুরুজ্জামান, আব্দুর রশিদ মেম্বার, মোসাদ্দেক হোসেন মানিক, আবুল কালাম আজাদ, পাগলা জাসাসের সাবেক সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন, ইয়াসিন খান, আব্দুল হাই মেম্বার, আমিনুল ইসলাম বাবুল, উজ্জ্বল আহমেদ পাপ্পু, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, বিএনপি নেতা শেখ রিপন আহমেদ, আব্দুল কুদ্দুস নবু, রইস উদ্দিন, আব্দুর রউফ খোকা, মশিউর রহমান জিলান, দুলাল উদ্দিন মেম্বার, মৌলানা আব্দুর রশিদ, জিয়াউল হক স্বপন, ফরিদ খান, খোরশেদ আলম মেম্বার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, গফরগাঁও উপজেলা বিএনপির সদস্য আতিকুল ইসলাম বাবুল, হেলাল উদ্দিন সরকার, গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক লোকমান হোসেন, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সেলিম মিয়া।

এছাড়াও গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, আনোয়ারুল হক আনার ঢালী, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম পলাশ, মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান মনির, সাদ্দাম হোসেন, কাওসার হোসেন, হাবিবুল্লাহ খান, শফিকুল ইসলাম, পাগলা শ্রমিক দল নেতা শারফুজ্জামান, ফরহাদ হোসেন, মাজাহারুল ইসলাম, আক্তার হোসেন, আবুল হাশেম, কৃষক দল নেতা বেলাল উদ্দিন, কৃষিবিদ বদরুল হায়দার পাপ্পু, গফরগাঁও উপজেলা মৎস্যজীবী দল নেতা কায়সার উদ্দিন, গফরগাঁও উপজেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক শামছুল আলম ফুল মিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মনির মিয়া, গফরগাঁও উপজেলা জাসাস নেতা উপাধ্যক্ষ আজিজুল হাকিম কাঞ্চন, নুরুল আমিন, পাগলা থানা মহিলা দল নেত্রী তানিয়া আক্তার, মাহমুদা সুলতানা, জুঁই, ছাত্রদল নেতা আবদুল্লাহ খান, শাহরিয়ার তানিন, মাহির আহমেদ, শিহাব হাসানসহ গফরগাঁও উপজেলা , পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা