ডিসেম্বর-জানুয়ারি সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে, বললেন ইসি মাছউদ

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৮
অ- অ+

জাতিকে একটি প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বলেন, ‘আগামী ডিসেম্বর কিংবা ২০২৬ সালের জানুয়ারি সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পটুয়াখালীতে সিনিয়র নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

একটি প্রভাবমুক্ত, সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইসির প্রত্যয়ের কথা জানিয়ে মাছউদ বলেন, ‘আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি। কারও কোনো প্রভাবের সুযোগ থাকবে না নির্বাচনে।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিন দিন উন্নত হচ্ছে। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় পটুয়াখালীর জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্প্রতি জানান, আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মাঝামাঝি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। সংস্কারের গতির ওডর নির্ভর করছে কত দ্রুত নির্বাচন হবে।

এরপর প্রধান নির্বাচন কমিশনারও সাংবাদিকদের জানান, তারা আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচন করতে বলেছিলেন নিতায় রায়!
একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা