খুলনা-২ আসনের সাবেক এমপি মিজান কারাগারে

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:০৫
অ- অ+

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে দুদকের করা মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাঃ আবু তাহের আসামির জামিন বাতিল করে এ আদেশ দেন।

এদিন মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য ছিল। এ সময় আসামি আদালতে হাজিরা দিতে আসলে আদালত আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠান। একইসাথে মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ জানুয়ারি তারিখ ধার্য করেন বিচারক।

সাবেক এমপি মিজানের বোন অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী ও সংশ্লিষ্ট আদালতের সহকারী মো. রাজীব ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির তৎকালীন পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন এই কর্মকর্তা।

অভিযোগপত্রে আসামির বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল।

অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী বলেন, ‘ওই সময় আমার ভাইয়ের বিরুদ্ধে হেলাল সাহেব (সাবেক এমপি হেলাল উদ্দিন) ও খালেক সাহেব (সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক) এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। আয়কর অফিস থেকেও বলেছে তার কোনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নেই। বিজ্ঞ আদালত এই মামলার রায় আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন। যে কারণে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরও দাবি করেন আমার ভাই নিদোর্ষ।

(ঢাকা টাইমস/২৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভন্ড রাজনৈতিক দলের মুখোশ খুলে দিতে হবে: মির্জা আব্বাস 
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার
দোসরদের প্রতি দয়া নয়, বয়কট করুন: নাসির উদ্দীন পাটোয়ারী
চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা