দেশের সব ক্রান্তিলগ্নে হাল ধরেছে বিএনপি: অভি

দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি। তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫, ১৯৯০, ২০০৭, ২০২৪ প্রতিটি আন্দোলনে বিএনপি দেশের হাল ধরেছে। শুক্রবার বিকালে ঢাকার ধামরাইয়ে শহীদ জিয়ার ৮৯ তম জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া উপলক্ষে ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজিত শীতবস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই-আগস্টে আমাদের যে আন্দোলন হয়েছে। বুকের রক্ত দিয়ে যারা এদেশকে মুক্ত করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে। কিন্তু, সেই সাথে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনো শুকায়নি। ৫ আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ধামরাইয়ের ২৪ জন আহত হয়েছেন ও একজন নিহত হয়েছেন। তারা কেউ এখনও সরকারি সহায়তা পায়নি তাহলে কাদের মাঝে অর্থ বিতরণ করা হচ্ছে? জনগণ কাউকে ছাড় দেবেন না।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাওন আহমেদ, সদস্য সচিব সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, পারভেজ পাঠান, রাশেদ মিয়া প্রমুখ।
(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন