শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ২১:৫৬
অ- অ+

শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমার বাংলাদেশ (এবি) পার্টির শ্রমিক রাজনীতি— বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বলেন, বাংলাদেশের মানুষ রাজনীতিকে সুযোগ সুবিধা পাওয়ার হাতিয়ার মনে করে। রাজনৈতিক নেতাদের দুর্নীতি, দুঃশাসন মানুষকে রাজনীতি প্রতি ঘৃণা তৈরিতে বাধ্য করেছে। কিন্তু দিনশেষে দেশটা রাজনীতিবিদরাই চালায়। তাই আমাদের রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে। আমার বাংলাদেশ পার্টির রাজনীতি মানেই সমস্যা সমাধানের রাজনীতি। আমরা আমাদের শ্রমিক বিভাগকে শ্রমিক পার্টিতে রুপান্তর করতে চাই।

শুক্রবার এবি পার্টির শ্রমিক বিভাগের উদ্যোগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এবি পার্টির শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শ্রম সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, আমরা যদি মানুষের সমস্যা সমাধান নিয়ে কথা বলি। সরকারের নিকট দাবি উত্থাপন করি এবং আন্দোলন করি তাহলে মানুষ আমাদের সাথে যুক্ত হবে। আজ নতুন অনেকে যোগদান করছেন আশা করি সবাই আমরা একসঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে মানুষের জন্য কাজ করতে পারি তাহলে সবাই আমাদের যুক্ত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন যোগদানকৃত সংগঠকদের স্বাগত জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। কারণ শ্রমিকদের ঘাম আর শ্রমের ওপরই একটি দেশের উন্নয়ন নির্ভর করে।

তিনি বাংলাদেশে শ্রম আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে বলেন, শ্রম আদালত যদি শ্রমিকদের জন্য ন্যায্য ভূমিকা রাখে তাহলে বেতন ভাতার জন্য এতো আন্দোলন সংগ্রামের প্রয়োজন হতো না।

আলোচনা সভা শেষে এবি শ্রমিক বিভাগে প্রায় শখানেক নতুন সদস্য যোগদান করেন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ আজ
লাইটার জাহাজ সংকট কাটাতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ 
বিমানবন্দরে প্রবাসীর অর্থ লোপাট, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা