নির্বাচন সংস্কার না হলে গণতন্ত্র বিপন্ন হবে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:৩৯
অ- অ+

নির্বাচন ব্যবস্থা সংস্কার না হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ চরম সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার বিকালে সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই, যা সবার কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ। এ জন্য দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরি করতে হবে।

অধ্যাপক গোলাম পরওয়ার অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, মিথ্যা মামলার মাধ্যমে বিরোধীদের হয়রানি এবং জনগণের অধিকার হরণসহ বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ড হয়েছে। এসব অন্যায়ের পেছনে সরাসরি সরকারের নির্দেশনা কাজ করেছে। এসবের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমরা আর কোনো বিভেদ বা বিশৃঙ্খলা চাই না। স্বাধীনতার ৫৩ বছর পর আমাদের উচিত জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে অগ্রসর হওয়া।

সম্মেলনে অধ্যাপক পরওয়ার বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলার এখনই সময়। গণতন্ত্র রক্ষা করতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এমন একটি দেশ চাই, যেখানে মানুষের ভোটাধিকার এবং ন্যায্যতা সুরক্ষিত থাকবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মফিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়া সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/২৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে হত্যা মামলায় মা-মেয়ের যাবজ্জীবন
নবীনগরে মেঘনায় ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
পথচারী ও সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি
সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা