কুষ্টিয়ায় নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:০৩| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭
অ- অ+

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মঈন উদ্দীন (৩০) নামে এক নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মঈন উদ্দীন উপজেলার ধলসা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তিনি পেশায় বাড়ি নির্মাণশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতর এক ব্যক্তির পড়ে থাকা দেহ দেখতে পায়। কাছে গিয়ে তারা দেখে মাথায় এলোপাথাড়ি আঘাতে ক্ষতবিক্ষত। দ্রুত তারা মিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায়।

পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফিরেননি। সকালে তারা জানতে পারে তার মরদেহ পড়ে আছে মাঠে। কেন কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না: জিএম কাদের
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা