ট্রাফিক সিগন্যাল প্রকল্পে ৩৮ কোটি টাকা আত্মসাৎ: দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
অ- অ+

রাজধানীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পসহ বিভিন্ন অনিয়মের তথ্য জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) অভিযান পরিচলনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে এ অভিযানে আসে দুদকের একটি টিম। দুদকের এই অভিযানে নেতৃত্ব সংস্থার সহকারী পরিচালক মনির মিয়া।

জানা গেছে, ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধনের পেছনে জাড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের একটি টিম দুপুরের দিক থেকে ডিএসসিসির এই প্রকল্পের বিষয়ে তাদের বিভিন্ন বিভাগে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদকের এই অভিযানে ঢাকার স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল প্রকল্পের ৩৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতিসাধনের পেছনে জড়িতদের বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সময়কালে ডিএসসিসির বিভিন্ন দুর্নীতির বিষয়ে খোঁজ নিচ্ছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে গেছে, ২০১০-১১ অর্থবছরে বিশ্বব্যাংকের সহায়তায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের অধীনে ৩৮ কোটি টাকা খরচ করে ঢাকার বিভিন্ন মোড়ে স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যাল বসানো হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যার মনিটরিং করার কথা ছিল। কিন্তু ট্রাফিক সিগন্যালগুলো অকেজো হয়ে আছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/আরএইচ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসলেই কি আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে?
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা