সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:১৩| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:৩৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্রহ্মপুত্র নদ থেকে নয়ন (৩০) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ-পূর্ব পাশের দড়িকান্দী এলাকার লাঙ্গলবন্দ ব্রিজের সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান।

নিহত অটোরিকশাচালক নয়ন রাজধানীর মোহাম্মদপুর থানার টিক্কাপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বেলপাড়া এলাকার মোক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জানা গেছে, নয়নের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় জনতা থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে দুপুরের দিকে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহত অটোচালকের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

(ঢাকা টাইমস/২৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা