মতলব উত্তর উপজেলা আ. লীগ নেতা শাহজাহান গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৪৯
অ- অ+

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানকে (৫৮) মারামারি ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে মতলব উত্তর থানা পুলিশ।

তথ্যটি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

গ্রেপ্তার শাহজাহান প্রধান দক্ষিণ নাউরি গ্রামের প্রধানিয়া বাড়ীর বাসিন্দা এবং তিনি একজন ঠিকাদার।

পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উপজেলার সুজাতপুরে বিএনপির নেতাদের ওপর হামলার ঘটনায় ৪ অক্টোবর থানায় মামলা করেন সুজাতপুর গ্রামের বাসিন্দা আফজাল হোসেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ ৫৬জনকে নামীয় এবং অজ্ঞাতনামা ১৫০জনকে আসামিকরা হয়। গ্রেপ্তার শাহজাহান প্রধানকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘সুজাতপুরে মারামারির ঘটনায় বিকালে নাউরি থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি চাঁদপুর সদর মডেল থানা হেফাজতে আছে। আজ (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করা হবে।

শাহজাহান প্রধান গ্রেপ্তারের পর তাকে নিজ থানায় না রেখে কেন চাঁদপুর সদর মডেল থানায় আনা হয়েছে এমন প্রশ্নের জবাবে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘কোনো কারণ নেই।’ নিরাপত্তা সমস্যা আছে কিনা প্রশ্নে এসপি বলেন, ‘এমন কোনো সমস্যাও নেই।’

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা