২২ বছর পর নোবেল-মৌয়ের বিজ্ঞাপনের রিমেক, জুটি বাঁধলেন নিরব ও পায়েল

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩
অ- অ+

‘ঢেকে রাখো চাঁদ মুখ রূপসী, চুরি হয়ে যাবে রূপ তা জানো কি/ রূপ যদি চুরি হয় ভয় কি, রঙে রঙে হয়েছি আমি রূপসী’— এমন মিষ্টি কথায় শাহজাদী মেহেদীর এক বিজ্ঞাপনে বাইশ বছর আগে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ। যা সেসময়ে তুমুল জনপ্রিয় হয়েছিল।

এবার সেই বিজ্ঞাপনটির রিমেক হচ্ছে প্রায় ২২ বছর পর। একই আদলে বেশ বড় আয়োজনে এবং বিজ্ঞাপন সংস্থা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের অধীনে নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নাট্য নির্মাতা প্রবীর রায় চৌধুরী। বিজ্ঞাপনটিতে জুটি হয়েছেন চিত্রনায়ক নিরব এবং অভিনেত্রী কেয়া পায়েল।

গতকাল শুক্রবার দিনব্যাপী এফডিসিতে চলেছে এর শুটিং, শেষ হয়েছে আজ ভোর বেলায়। নতুন এই বিজ্ঞাপনটিতে পুরোনো সেই গানটিই থাকছে। তবে নতুন করে গানটির রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন জাহিদ নীরব।

নোবেল ও মৌয়ের সেই বিজ্ঞাপনটির রিমেকে মডেল হওয়া প্রসঙ্গে নিরব বলেন, নোবেল ভাই এবং মৌ আপু দুজনেই আমার অনেক পছন্দের মানুষ। শুধু শাহজাদী মেহেদী নয়, তাদের একসঙ্গে অনেক বিজ্ঞাপন রয়েছে যেগুলো এখনও জনপ্রিয়। সেসবের মধ্য থেকে এই বিজ্ঞাপনটি রিমেক করা হচ্ছে। মডেলিংয়ে যে দুজন মানুষ এখনও আইকন তাদের রিমেক প্রজেক্টে যুক্ত থাকতে পেরে অনেক বেশি ভালো লাগছে। তাদের প্রতি সেই ভালো লাগা থেকে চেষ্টা করেছি একটু অন্যরকম কিছু করতে। আশা করি আগের সেই কাজটির মতো এটিও সবার কাছে ভাল লাগবে।

নির্মাতা প্রবীর রায় চৌধুরী বলেন, ওই সময়ের বিজ্ঞাপনটি বেশ জনপ্রিয় ছিল, গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। সেই চিন্তা থেকেই নতুন করে এটির রিমেকের পরিকল্পনা। সবকিছু সেই একই আদলে থাকছে। আশা করছি সবার ভালো লাগবে।

জানা গেছে, ঈদুল ফিতরের আগে অর্থাৎ রমজানে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

উল্লেখ্য, ২০০৩ সালে নোবেল ও মৌয়ের সেই শাহজাদী মেহেদীর বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আহমেদ ইউসুফ সাবের। বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও অনিমা ডি কস্টা।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা